পুরো শরীরের মেদ কমানোর উপায় সমূহ জানুন।

বর্তমানে আমাদের অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে অনেকের পুরো শরীরে মেদের আধিক্য দেখা দিচ্ছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের শরীরেও মেদ দেখা দিচ্ছে। আর এই মেদ বৃদ্ধির ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে । তাই আমাদের যত দ্রুত সম্ভব পুরো শরীরের মেদ কমানোর উপায় সমূহ জানতে হবে । তাছাড়াও যেহেতু মহিলাদের পেটেও মেদ জমছে সেহেতু মহিলাদেরও দ্রুত মহিলাদের পেটের মেদ কমানোর উপায় সমূহ জানতে হবে ।

পুরো শরীরের মেদ কমানোর উপায় সমূহ জানুন।

শরীরে মেদের আধিক্যের কারণে যেহেতু আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে তাই আমাদের এই মেদ সম্পর্কে অবশ্যই সচেতন থাকাটা জরুরী । আর আমি এই আর্টিকেলে আপনাদের জানাবো কীভাবে এই মেদ কমানো যাই । তাহলে আসুন বিস্তারিত জানা যাক এই সম্পর্কে ....

ভূমিকা

শরীরে মেদ বৃদ্ধি এখন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । মূলত আমরাই এর জন্য দায়ী।  কেননা আমাদের ভুল খাদ্যাভাস প্রতিনিয়তই আমাদের পুরো শরীরে মেদ বৃদ্ধি করছে। আর এই মেদ বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্য হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্থ।  

পেটের মেদ বাড়ে কেন?

অনিয়ন্ত্রিত বা ভুল খাদ্য অভ্যাসের কারণে আপনার মেদ বাড়তে পারে । নিয়মিত ব্যায়াম না করলেও মেদ বাড়তে থাকে। তাছাড়াও অলস ভাবে জীবন যাপন করলে সঠিক পরিমাণে প্রোটিনযুক্ত খাবার না খেলে এবং আরও বিভিন্ন কারণে পেটের মেদ বাড়তে থাকে।

পেটে চর্বি হলে কি কি সমস্যা হয়?

অতিরিক্ত পেটে চর্বি আমাদের দেহের রক্ত চলাচলের পথ রুদ্ধ করে রাখে। ফলে সময়ের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করে। আর যদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাহলে অনেক সময় ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ হতে পারে। যেমন স্তন ক্যান্সার ,ডিম্বাশয়ের ক্যান্সার, এবং জরায়ু ক্যান্সার এছাড়াও অনেক স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি আমাকে আপনাকে হওয়া লাগতে পারে।

পেটের চর্বি কমানোর ব্যায়াম

পেটে অতিরিক্ত চর্বি হলে নারী পুরুষ উভয়েরই আমাদের এটা একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। এটা সত্য যে পেটের চর্বি কমাতে একটু সময় লাগে তবে নিয়মিত খাবার গ্রহণ নিয়ন্ত্রণহীন না করে সঠিকভাবে করলে এবং নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে থাকলে পেটের চর্বি কমানো অনেক সহজ হবে। চলুন সেই ব্যায়াম সম্পর্কে কথা বলা যাক। যেমন:
  • সিট আপ
প্রথমে আপনি কোন একটা সমতল জায়গা বা মেঝেতে শুয়ে পড়ুন। এবারে আপনি আপনার পা দুটোকে ভাঁজ করে নিন। তারপরে আপনারা হাত দুটোকে হাটু বরাবর সোজা সামনে দিকে রাখুন। এরপরে আপনাকে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে উঠে বসতে হবে এবং এটি করতে হবে পা ভাঁজ করা অবস্থাতে, এবার আপনাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। বসা অবস্থায় বেশিক্ষণ থাকা যাবে না। উঠে আবার শুয়ে পড়বেন, আবার উঠে বসুন এভাবে হবে আপনার একবার। এভাবেই আপনাকে প্রতিদিন পারতো পক্ষে যতবার আপনার সম্ভব হয় ততবার আপনি করতে থাকবেন।
  • ক্রাঞ্চেস
প্রথমত আপনি কোন একটা সমতল জায়গায় শুয়ে পড়ুন। এরপরে পা দুটোকে একটু ফাঁকা রেখে ভাজ করে দিন। মাথার পাশে হাত দুটোকে রাখুন অর্থাৎ কানের পিছনে রাখুন। এবার ওই অবস্থাতেই শ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে উঠুন, এইটা খেয়াল করবেন মুখ দিয়ে যেন আপনার ফু দেওয়ার মতো নিঃশ্বাস বের হয় এবং ঘাড়ে কোনো চাপ দেবেন না আপনার মনোযোগ থাকবে আপনার পেটের দিকে। ঘাড় বাঁকা করা যাবে না, ঘাড় সোজা রেখে অর্থাৎ সিলিং এর দিকে তাকিয়ে থেকে নিশ্বাস নিতে নিতে আপনাকে নিচের দিকে নামতে হবে । তবে পুরো শরীরের সাথে সাথে মাথাটাকে মেঝেতে লাগানো যাবে না অর্থাৎ মেঝে থেকে আপনার মাথা সামান্য ফাঁকা রাখতে হবে এভাবেই আপনি ব্যায়ামটি চালিয়ে যাবেন অর্থাৎ আবার ওপরে উঠবেন এবং নিচের দিকে ক্রাঞ্চ করে নেমে পড়বেন। সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করবেন।
  • লেগ রেইস
একটা সমতল জায়গাতে শুয়ে পড়ে পা দুটোকে আপনার ৯০ ডিগ্রী বরাবর তুলতে হবে। এবারে হাত দুটোকে সোজা পাশে রেখে শ্বাস নিতে নিতে আপনার পা দুটোকে জোড়া অবস্থাতেই নিচে নামাতে হবে , তবে পা দুটোকে পুরোপুরি মেঝেতে লাগানো যাবে না অর্থাৎ আপনার পা মেঝে হতে সামান্য পরিমাণে ফাঁকা রাখতে হবে। পুনরায় শ্বাস নিতে নিতে পা দুটো জোড়া অবস্থাতে ৯০ডিগ্রী বরাবর তুলতে হবে এবং নিচে নামাতে হবে। আপনার মাথা এবং কোমর দুটোই মেঝেতে লাগাই রাখতে হবে। এভাবেই মূলত লেগ রেইস ব্যায়াম আপনি করবেন।

এছাড়াও আরো অনেক ব্যায়াম রয়েছে যেগুলো আপনি করতে থাকলে আপনার পেটের চর্বি কমতে শুরু করবে। অতএব অবশ্যই আপনি এই ধরনের ব্যায়াম গুলা নিয়মিত করবেন।

তল পেটের চর্বি কমানোর উপায়

আপনি যদি আপনার তলপেটের চর্বি কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। এই কায়িক পরিশ্রমটা করতে হবে আপনাকে ব্যায়ামের মাধ্যমে। ওঠা-বসা আর দড়ি লাফ দেওয়া এবং ক্রাঞ্চ এর মত ব্যায়াম গুলা অর্থাৎ পেশীকে খেলানোর মত এই ব্যায়াম গুলা নিয়মিত করতে থাকলে তলপেটের চর্বি কমানো সম্ভব।

পুরো শরীরের মেদ কমানোর উপায়

যেহেতু পুরো শরীরে মেদের আধিক্যের কারণে বিভিন্ন রোগ এসে দানা বাধে। সেহেতু আমাদের জানতে হবে পুরো শরীরের মেদ কমানোর উপায় সমূহ । নিচে এই সম্পর্কে কতগুলো উপায় উল্লেখ করা হল...
  • প্রথমত আপনাকে দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে
  • দ্বিতীয়ত তিন বেলার খাবারই আপনাকে ঠিকঠাক মত খেতে হবে
  • চতুর্থত আপনাকে খাবার খাওয়ার জন্য বড় প্লেটের বদলে ছোট প্লেটে বেছে নিতে হবে
  • পঞ্চমত আনমনে খাওয়া দাওয়া করবেন না
  • ষষ্ঠত আপনাকে মানসিক চাপ মোকাবেলা করতে শিখতে হবে
  • সপ্তমত অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাস থেকে থাকলে সেটা পরিহার করতে হবে
  • অষ্টমত খাবার গ্রহণের পরপরই শুয়ে অথবা বসে না পড়ে ১০-১৫ মিনিট হাঁটাচলা করতে হবে। 

মহিলাদের পেটের মেদ কমানোর উপায়

একদিকে যেমন পুরুষ মানুষরা মোটাসোটা হয়ে গিয়ে চলতে-ফিরতে কষ্ট পাচ্ছে ঠিক তেমনি বয়স বাড়ার সাথে সাথে নারীরাও মোটাসোটা হওয়ার ফলে সাংসারিক কাজকর্ম করতে গিয়ে অস্বস্তিকর একটা ব্যাপারের মধ্য দিয়ে সংসারিক জীবন অতিবাহিত করতে হচ্ছে । তো চলুন জেনে নেই এই অস্বস্তিকর শরীরটাকে কিভাবে স্বস্তিদায়ক শরীরের রূপান্তর করা যায় সেগুলো জানি। নিউইয়র্ক এর স্বাস্থ্য সেবামূলক এক প্রতিষ্ঠানের পরিচালক 'মাইক বোল' নারীদের পেটের মেদ কমানোর কার্যকর কয়েকটি উপায় সম্পর্কে জানান। সেগুলো হচ্ছে - নিয়মিত কার্ডিও করা তারপরে নিয়মিত স্ট্রেইন্থ ট্রেনিং করা এরপরে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ না করে নিয়মিত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করা এরপরে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করা এবং সপ্তাহে একদিন চিট ডে করা ।

ওজন কমানোর খাবার তালিকা

নিচে উল্লেখিত খাবার গুলোতে বিপুল পরিমাণে প্রোটিন ও ফাইবার উপাদান থাকায় এসব খাবার খেলে দ্রুত শরীরে ওজন কমবে।
  • প্রতিদিন ডায়েটে ডিম
  • সবুজ শাকসবজি
  • মাছ
  • ব্রকলি
  • ফুলকপি
  • বাঁধাকপি
  • সিদ্ধ আলু
  • মুরগির মাংস
  • ডাল
  • পনির
  • বাদাম

লেখকের মন্তব্য 

আশা করছি এই আর্টিকেলে মাধ্যমে আপনি পেটের মেদ কমানোর উপায় গুলো সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পেয়েছেন। এখানে বলে রাখা পরামর্শগুলো পেটের মেদ কমাতে অনেক সাহায্য করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লার্ন প্রিয়র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url